Monday, September 29, 2025
spot_img
HomeScrollপুজো মণ্ডপের থিম DVC র ছাড়া জলে খানাকুলের আর্তনাদ
Puja Story

পুজো মণ্ডপের থিম DVC র ছাড়া জলে খানাকুলের আর্তনাদ

থিম নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক

দীপাঞ্জন রায়, খানাকুল: খানাকুলের (KhanaKul) ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র (Ghoshpur Social Education Center) ও গ্রামবাসীদের পুজোর থিম ডিভিসির ছাড়া জলে খানাকুলে বন্যা (Khanakul Flood) ও মানুষের আর্তনাদ।

ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠের (Ghoshpur Union Netaji Vidyapeeth) সামনে তৈরি করা হয়েছে ডিভিসির জলাধার ও ড্যাম। আর সেই জলাধার থেকেই ডিভিসি জল ছাড়ছে এবং খানাকুল ভাসছে। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের হাহাকার।

বন্যা দুর্গত মানুষজন নৌকার উপর খড়ের তাঁবু করে জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন কেউ বা আশ্রয় নিয়েছেন।

এই পুজো কমিটির প্রধান খানাকুল ১ নম্বর ব্লকের বোর্ড কমিটির তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কো মেন্টর হায়দার আলী। শুভেন্দু অধিকারী এই পুজো কমিটি নিয়ে ট্যুইট করেছেন। তিনি পুজো কমিটির  উদ্যোক্তাদের দায়ী করেছেন। তার ট্যুইট, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধাচারণ করা হয়েছে। আর এই বিতর্কতে দুই আধিকারিক এসেও মিথ্যা কথা বলে গেছেন।

আরও পড়ুন-ট্রাম্পের মুখের আদলে ‘অসুর’ দেখতে ভিড় বহরমপুরে

যদিও পুজো উদ্যোক্তা তথা হুগলি জেলা পরিষদের কো মেন্টর হায়দার আলি বলেন, এটা বাস্তব ও প্রমাণিত যে, ডিভিসি প্রতি বছর লাগামছাড়া জল ছাড়ে আর তাতে লক্ষ লক্ষ মানুষের হাহাকার ভেসে ওঠে। তবে বিষয়টি নিয়ে  রাজনৈতিক তরজা তুঙ্গে।

দেখুন আরও খবর-

Read More

Latest News